অপটিমাম-এ কেন ভর্তি হবে ?
মাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ে ভাল রেজাল্ট করার পর বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর প্রত্যাশা আর আসন স্বল্পতা ছাত্র-ছাত্রীদের মুখোমুখি করে দিচ্ছে তীব্র প্রতিযোগিতার। ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ পাঠ্যপুস্তক থেকে একটু ভিন্নরূপে হয়ে থাকে যা একজন শিক্ষার্থীর পক্ষে ব্যতিক্রমী অনুশীলন ছাড়া সীমিত সময়ের মধ্যে আয়ত্ত করা সম্ভব হয়ে ওঠে না। এছাড়া সাধারণত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর সিলেবাসের কারণে Basic Conception Clear করার সুযোগ হয়ে ওঠে না এবং অনেক Topics বাদ পড়ে যায়। অথচ ডুয়েটে ভর্তি পরীক্ষার জন্য এ বিষয়গুলোর উপর ভালো দখল থাকা জরুরী।
আর এ কৌশল ও অনুশীলন পদ্ধতির বাস্তব ও কার্যকর প্রয়োগের জন্যই আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। প্রচলিত শিক্ষা কাঠামোর পাশাপাশি প্রতিবছর অসংখ্য ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অপটিমাম এর সংস্পর্শে এসে নির্দেশিত পথে কঠোর অনুশীলনের মাধ্যমে প্রত্যাশিত ফল লাভ করেছে প্রতিবছরই। প্রতিটি ছাত্র-ছাত্রীকে সঠিক পরিচর্যার মাধ্যমে ভর্তি পরীক্ষার উপযোগী করে দেয়াই আমাদের উদ্দেশ্য। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মূহুর্তে সঠিক দিক নির্দেশনা ও যথাযথ তত্ত্বাবধানের জন্য অপটিমাম'ই তোমাদের অকৃত্রিম বন্ধু।
আমাদের আছে ডুয়েটের একঝাঁক মেধাবী শিক্ষকমণ্ডলীঃ
অপটিমাম-এর শিক্ষকদের মধ্যে রয়েছে ডুয়েটের একঝাক অভিজ্ঞ ও তরুণ মেধাবী, যারা তাদের অভিজ্ঞতার আলোকে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন বেশী আসে সে ব্যাপারে দিক নির্দেশনা দিবেন। তারা লেকচারে তাদের সর্বোচ্চ সেবা, অভিজ্ঞতা, আন্তরিকতা ঢেলে দিবেন। আর নতুন পরিবর্তনশীল সিলেবাস পড়ে আসা যে সব ছাত্র ডুয়েটে চান্স পায়, তাদের মধ্যে থেকে বিশেষ বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ মেধাবী ছাত্রদেরকে অপটিমাম তার শিক্ষক হিসেবে সংগ্রহ করে নেয়। প্রত্যেক শিক্ষক একটি নির্দিষ্ট বিষয়ের কয়েকটি অধ্যায়ের উপর লেকচার নেন। বিভিন্ন বই ঘেঁটে জানা অজানা সমস্ত তথ্য সংগ্রহ করে বলে তার লেকচার হয় তথ্য সমৃদ্ধ।
একাধিক বইয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটি বইয়ে একত্রীকরণঃ
অপটিমাম কোচিং এর এই দীর্ঘ পথচলায় আমরা সবসময় গুরুত্ব দিয়ে এসেছি মূল বই থেকে সরাসরি প্রস্তুতি গ্রহণ করাকে। কারণ কেমন মূল বই পড়ার মাধ্যমেই একজন শিক্ষার্থী মুখস্থ করার প্রবণতার বাহিরে গিয়ে বুঝে পাঠকে আত্মস্থ করতে পারে। আমরা চাই শিক্ষার্থীরা যেন জ্ঞাণের মূল নির্যাস থেকে এতটুকুও বঞ্চিত না হয়। তবে বর্তমানে যেহেতু বইয়ের সংখ্যা অনেক এবং প্রতিটি বইয়ের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যা ভালো প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই আত্মস্থ করতে হবে, তাই এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে একই মলাটে আবদ্ধ করে তোমাদের প্রস্তুতিকে সহজ করার প্রচেষ্টা থেকেই "অপটিমাম গাইড " এর অবতারণা। 'অপটিমাম গাইড" মূল বইয়ের সহযোগী, কখনোই প্রতিস্থাপক নয় এটা অবশ্যই মনে রাখবে। ক্লাসে বোর্ড অনুমোদিত একটি বইকে প্রধান বই হিসেবে ধরা হয়। এর সাথে অন্য লেখকের বই থেকে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য সমূহ সংযোজন করা আছে সেগুলো পড়ানো ও বুঝিয়ে দেওয়া হয়।
মূল বই + অপটিমাম গাইড = কমপ্লিট প্রিপারেশন
যথাযথ ও নিখুঁত মূল্যায়ন পদ্ধতিঃ
ক্লাস টেস্ট, টিউটোরিয়াল ও মডেল টেস্টের প্রশ্নপত্র প্রনয়ন করা হয় ডুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের অনুকরণে। আমরা কখনোই এমন প্রশ্নে পরীক্ষা নেই না যা অতিরিক্ত সহজ, শিক্ষার্থীদেরকে বায়বীয় আত্মবিশ্বাসের চূড়ান্তে পৌছে দেয় কিংবা অতিরিক্ত কঠিন প্রশ্ন যা শিক্ষার্থীদের হতাশা বাড়িয়ে তোলে। বরঞ্চ মানসম্মত, ভর্তি পরীক্ষার প্রশ্নের বিশুদ্ধ প্রশ্নপত্র সলভ করার মাধ্যমে শিক্ষার্থীরা ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হয়ে ওঠে।
ভর্তির নিয়মাবলি
❖ ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি (ছবির পিছনে নামসহ)
❖ এসএসসি পরীক্ষার Transcript এর ফটোকপি।
❖ কোচিং ফি এককালীন ভর্তির সময় পরিশোধ করতে হবে।
❖ অভিভাবকরাও ভর্তি করাতে পারবেন।
❖ ভর্তি কোন অবস্থাতেই বাতিল যোগ্য না।