দক্ষ প্রকৌশলী হবার আয়োজনে বিভোর,স্বপ্নের সাথীরা,
আসসালামু আলাইকুম,
অপার সম্ভাবনার বাংলাদেশকে সমৃদ্ধশালী করার দৃঢ় প্রত্যেয় নিয়ে তোমরা যারা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে স্বপ্ন বাস্তবায়নের সিঁড়ি হিসাবে বেছে নিয়েছো, তোমাদেরকে ঐতিহ্যবাহী ও অপ্রতিদ্বন্দ্বী "অপটিমাম পরিবার" – এর পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ।
প্রিয় শিক্ষার্থী,
বিগত ডুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফল যা বলে- তা হলো,পলিটেকনিকের ফলাফল বিবেচনায়,শীর্ষ মেধাবী ছাড়াও তুলনামূলক কম মেধাবীরা পর্যন্তও আমাদের সু-নিবিড় তত্ত্বাবধান,সঠিক দিক নির্দেশনা এবং কার্যকর কোচিং-এর মাধ্যমে প্রতিযোগীতার কঠিন মেধা যুদ্ধে সীমিত আসনের মধ্যেই কাঙ্খিত সাফল্য অর্জন করেছে।
শুধু তাই নয়,কোচিং করা কালীন সময়ে মৌলিক বিষয়গুলো ভালোভাবে শেখানোর কারণে ডুয়েটেও তারা মেধার স্বাক্ষর রাখছে।
আমাদের রয়েছে দেশের সকল পলিটেকনিক ইন্সটিটিউটের ডুয়েটস্থ মেধাবী ছাত্রদের সমন্বয়ে একটি দক্ষ পরিচালনা পর্ষদ।
এছাড়াও আমাদের ছাত্র শিক্ষকদের সু-সম্পর্ক,আন্তরিকতা,পর্যাপ্ত ক্লাস ও সর্বাধিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা এবং ডুয়েটের প্রথম কোচিং হিসাবে ৩ দশকেরও বেশী সময়ের সফল অভিজ্ঞতা,প্রজ্ঞা ও দক্ষতার ঝুলি তোমাকে সফল করবেই ইন-শা-আল্লাহ।
পরিশেষে, শুভ্রতার স্পর্শে লালিত ডুয়েটের স্বপ্ন বিকাশিত হোক অপটিমামের ছোঁয়ায়,উম্মোচিত হোক অপার সম্ভাবনার দ্বার।
সেই প্রত্যাশায় আল্লাহ্ হাফেজ।
---নির্বাহী পরিচালক